কাউখালীতে স্বাস্থ্যবিধি না মানায় ৪১ জনকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে স্বাস্থ্যবিধি না মানায় ৪১ জনকে জরিমানা
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২০


---

কাউখালী (পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

মাস্ক ব্যবহার না করার দায়ে পিরোজপুরের কাউখালী উপজেলার সদরে সাপ্তাহিক বাজারে অভিযান চালিয়ে ৪১জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা.খালেদা খাতুন রেখা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘরের বাইরে বের হতে হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারিভাবে এমন নির্দেশনা দেওয়া থাকলেও সচেতনতার অভাবে অনেকেই তা মানছেন না। তাই জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪১ জনকে ১০০ টাকা করে মোট ৪ হাজার একশত টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা.খালেদা খাতুন রেখা বলেন, করোনার সংক্রমণ রোধে এই অভিযান চালানো হয়েছে। অভিযান চলার সময় বাজারে আসা বিভিন্ন শ্রেণি– পেশার লোকজনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৮:০৩ ● ৬০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ