আমতলীতে মুজিববর্ষ উপলক্ষে গাছের চারা রোপণ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে মুজিববর্ষ উপলক্ষে গাছের চারা রোপণ
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২০


আমতলীতে মুজিববর্ষ উপলক্ষে গাছের চারা রোপণ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) একযোগে উপজেলা পরিষদের ১৭টি দপ্তর ও উপজেলার ২০টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এ গাছের চারা রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন এ গাছের চারা কার্যক্রমের উদ্বোধন করেন।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, যুব উন্নয়ন অফিসার সৈয়দ ফারুক হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুবুল আলম, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ অ্যাডভোকেট নুরুল ইসলাম ও আখতারুজ্জামান বাদল খান প্রমুখ।
ইউএনও মনিরা পারভীন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী -মুজিববর্ষ  উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ হাজার ৫’শ গাছের চারা রোপণ করা হবে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের ১৭টি দপ্তর ও ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬’শ গাছের চারা রোপণ করা হয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৯:০১ ● ৩৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ