বাংলাদেশ-ভারতের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই

প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশ-ভারতের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই
শুক্রবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৯


বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
সাগরকন্যা ডেস্ক ॥
বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে চার সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার দিল্লিতে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে এ সমঝোতা সই হয়। ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। এদিন সকালে দিল্লির জওহরলাল নেহেরু ভবনে জেসিসি বৈঠকে যোগ দেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আর ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৈঠক শেষে দু’দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হয়।

এ চারটি সমঝোতা স্মারক হলো-এক. বাংলাদেশের এক হাজার ৮০০ সিভিল সার্ভিসের মধ্যম লেভেলের কর্মকর্তাদের প্রশিক্ষণ সংক্রান্ত সমঝোতা স্মারক। দুই. ভারতের আইয়ুশ ও বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে মেডিসিনাল প্লান্ট স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারক। তিন. বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। চার. মোংলায় ভারতের অর্থনৈতিক জোনে বিনিয়োগ সহায়তার লক্ষ্যে হিরোনদানি গ্রুপ ও বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই।

উল্লেখ্য, জেসিসি বৈঠকে যোগ দিতে বুধবার দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। দিল্লি সফরকালে গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। পররাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার পর ড. মোমেনের এটাই প্রথম বিদেশ সফর। দিল্লি থেকে পররাষ্ট্রমন্ত্রী শনিবার ঢাকায় ফিরবেন।

সুষমা-মোমেন সৌজন্য বৈঠক: দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে অভিবাদন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শুক্রবার তিনি এ অভিবাদন জানান। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, শুক্রবার সকালে দিল্লির জওহরলাল নেহেরু ভবনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সৌজন্য বৈঠক করেন ড. মোমেন। এ সময় সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে অভিবাদন জানান। একই সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ-ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) সভায় যোগ দেন তারা।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৭:০২:৫৭ ● ৪৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ