বাউফলে বিদ্যুৎ ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে বিদ্যুৎ ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২০


বাউফলে বিদ্যুৎ ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর বাউফলে পল্লী বিদ্যুতের অব্যাহত লোডশেডিং ও লো- ভোল্টেজের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ।
মঙ্গলবার (১১আগষ্ট) বেলা সোয়া ১১টার দিকে উপজেলা পরিষদের  সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহন করেন স্থানীয় সংবাদকর্মী ও সচেতন নাগরিকগন।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, সমাজসেবক আপেল মাহমুদ ফিরোজ, বাউফল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান বাচ্চু, মাই টিভি প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক, বাউফল সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব শিবলী সাদেক।
বক্তারা বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য গ্রাহক হয়রানি করছে বাউফল পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। লো-ভোল্টেজ আর লোডশেডিংয়ে জন জীবন বিপর্যস্ত। রক্ষণাবেক্ষণ ও নাম মাত্র ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। বক্তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং লো-ভোল্টেজের প্রতিকার দাবী করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ার করেন।


এসএস/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৪৪:২২ ● ৬০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ