সিফাতের মুক্তির দাবি-বামনায় পুলিশি বাঁধায় মানববন্ধন ছত্রভঙ্গ

প্রথম পাতা » বরগুনা » সিফাতের মুক্তির দাবি-বামনায় পুলিশি বাঁধায় মানববন্ধন ছত্রভঙ্গ
শনিবার ● ৮ আগস্ট ২০২০


বামনায় পুলিশি বাঁধায় মানববন্ধন ছত্রভঙ্গ

বামনা(বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

কক্সবাজারে নিহত সাবেক মেজর সিনহা মো. রাশেদ খানের গাড়িতে থাকা তাঁর ইউটিউব চ্যানেলের ভিডিওম্যান সাহেদুল ইসলাম সিফাতের নিজ বাড়ি বরগুনার বামনায় সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধন শুরু করে তার সহপাঠিরা। এ সময় পুলিশ এসে মানববন্ধন ছত্রভঙ্গ করে দেয়। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার কলেজ রোডে সহপাঠী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আমাদের বন্ধুর মুক্তির জন্য মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছিলাম। এর আগেও আমরা মানববন্ধন করতে চেয়েছিলাম কিন্তু তা পারিনায়। আজ যখন মানববন্ধন শুরু করেছি তখন প্রথমে পুলিশ এসে আমাদের ব্যানার নিয়ে যায়। মানববন্ধন ছত্রভঙ্গ করে দেয়। পরে ওসি ইলিয়াস তালুকদার এসে আমাদের ওপর লাঠিচার্জ করেন।
বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াছ তালুকদার জানান, বামনা গোলচত্তরে কিছু উঠতি যুবক সিফাতের মুক্তির দাবীতে মানববন্ধনের নামে নৈরাজ্য সৃষ্টি করছে এবং সড়কপথ বন্ধ করে জনদূর্ভোগ সৃষ্টি করেছে  এই খবর পেয়ে আমনা ঘটনা স্থলে পৌছলে তারা মানবন্ধনের ব্যানার মাইক ফেলে পালিয়ে যায়।

এমএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৩০ ● ৫৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ