কাউখালীতে জোয়ারের পানিতে ২০গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে জোয়ারের পানিতে ২০গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২০


কাউখালীতে জোয়ারের পানিতে ২০গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলায় বৃহস্পতিবার (৬ আগষ্ট) অতি জোয়ারের পানিতে নদী তীরবর্তী  ৫টি ইউনিয়নের  নিম্নাঞ্চলের অন্তত ২০গ্রামের  নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। হাজারো মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। পিরোজপুর-কাউখালী-স্বরুপকাঠী সড়কের বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে গেছে।
গেল দু’দিন জোয়ার ও অতিবর্ষণে নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২থেকে ৩ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে ফসলের  ক্ষেত, বসত ঘর, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা।
নদী-তীরবর্তী আমরাজুড়ি, কুমিয়ান, পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, জব্দকাঠী, শির্ষা, কচুয়াকাঠী, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, গর্ন্ধব, জয়কুল, বিড়ালজুিড়, ডুমজুড়ি, আসপর্দী, কচুয়াকাঠী, গুচ্ছগ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পিরোজপুর-কাউখালী-স্বরুপকাঠী সড়কের বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে গেছে। কাউখালীর বেকুটিয়া, আমরাজুড়ি ফেরি ঘাটের গ্যাংওয়ে পানিতে তলিয়ে যাওয়ায় যাত্রীরা দূর্ভোগের শিকার হয়।
দু’দিনের অব্যাহত জোয়ারের পানি এবং অবিরাম  বৃষ্টিতে সৃষ্ট হওয়া জলাবদ্ধতার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন এ এলাকার হাজার হাজার মৎস্য চাষী। অনেক বিদ্যালয়ের ভিতরে এবং মাঠে পানি প্রবেশ করায় বিদ্যালয় লেখাপড়া বিঘœ ঘটেছে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:২৯ ● ৫৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ