গোপালগঞ্জে ২৩৫পিস ইয়াবাসহ গ্রেফতার-১

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে ২৩৫পিস ইয়াবাসহ গ্রেফতার-১
সোমবার ● ২৭ জুলাই ২০২০


গোপালগঞ্জে ২৩৫পিস ইয়াবাসহ গ্রেফতার-১

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার হরিশ্চর গ্রামে অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে ২৩৫ (দুইশত পয়ঁত্রিশ) পিস ইয়াবাসহ গ্রফতার করে র‌্যাব-৮ মাদারীপুর। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টায় হরিশ্চর গ্রাম থেকে শিপন শেখ(২২) কে আটক করা হয়। আটক শিপন শেখ বামনডাঙ্গা গ্রামের মোজহার শেখের ছেলে।
মাদারীপুর ক্যাম্পের কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার হরিশ্চর গ্রামে থেকে শিপন শেখ কে ২৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয় এবং  মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয় ।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১০:৪৮:৫৭ ● ৩৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ