মহিপুরে নৌ-যান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

প্রথম পাতা » কুয়াকাটা » মহিপুরে নৌ-যান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
রবিবার ● ২৬ জুলাই ২০২০


মহিপুরে নৌ-যান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

মহিপুর  থানার মৎস্য বন্দর আলীপুর নৌ-যান শ্রমিকদের অধিকার আদায় ও নিরাপত্তা নিশ্চিত করণে সংবাদ সম্মেলন করা হয়েছে। বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন আলীপুর শাখার উদ্যোগে রোববার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে আলীপুর থ্রি পয়েন্ট সংলগ্ন  এর অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তৃতা করেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ডেমরাঘাট শাখার সভাপতি মোঃ জাকির হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, কুয়াকাটা সহ উপকূলীয় অঞ্চলের অধিকাংশ মানুষ মাছের উপর নির্ভরশীল। অথচ এ এলাকার গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া ট্রলার মালিকরা কোটি কোটি টাকা ব্যয় করে একটি ট্রলার গভীর সমুদ্রে পাঠান। সেখানে যারা জীবন বাজি রেখে তথা পরিবার পরিজন ফেলে গভীর সুমদ্রে মাছ শিকারে যান তাদের জন্য নেই কোন জীবন রক্ষাকারী সরঞ্জামাদির ব্যবস্থা। তিনি তার বক্তব্যে আরও বলেন নোভেল করোনা ভাইরাস কোভিট ১৯, এই মহামারি রোগে সারাবিশ্ব স্থবির হয়ে পড়েছে। এরই  মধ্যে ঘটেগেল ঘূর্ণীঝড় আম্ফান। কোভিট ১৯ ও ঘূর্ণীঝড় আম্ফানের ফলে অনেক পরিবার অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। সরকার তার সাধ্যানুযায়ী ওই সকল পরিবারের প্রতি আর্থিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছেন। অথচ কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুর-মহিপুরের নৌ-যান শ্রমিকদের জন্য চোখে পড়ার মত কিছু করেননি। এ সময় স্থানীয় জেলে ও বিভিন্ন্ মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মিরা উপস্থিত ছিলেন।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১১:০৯:৪৮ ● ৪৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ