বাউফলে মৃত নারী তুলছেন বিধবা ভাতা!

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে মৃত নারী তুলছেন বিধবা ভাতা!
শনিবার ● ২৫ জুলাই ২০২০


বাউফলে মৃত নারী তুলছেন বিধবা ভাতা!

বাউফল(পটুয়াখালী)সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর বাউফলে প্রায় চার বছর পূর্বে বিধবা ভাতাভোগী এক নারীর মৃত্যুর পরেও ওই নারীর নামে বরাদ্ধকৃত সরকারি ভাতার টাকা নিয়মিত তুলে নেয়া হচ্ছে। কিন্তু মৃত ওই একজন মানুষ কিভাবে ভাতা তুলতে পারেন এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি ভাতা প্রদানের সাথে সংশ্লিষ্টরা।
সাগরকন্যার অনুসন্ধানে জানা গেছে, বাউফল পৌরসভার ৭নং ওয়ার্ডের শেরেবাংলা রোড এলাকার বাসিন্দা মৃত- ইউনুস মুন্সীর স্ত্রী ময়ফুল বেগম প্রায় চার বছর আগে মারা যান। ময়ফুল বেগম উপজেলা সমাজসেবা কার্যালয়ে বিধবা ভাতা ভোগীর তালিকায় ছিলেন। যার ব্যাংক একাউন্ট নং- ৪৩০৬১১০০১৫০৩৮, সমাজসেবা কার্যালয়ের তালিকা নং ১৯৩, পৌরঃ৭/৬৯, বিধবা-১১/১৫০৩। সে মারা যাওয়ার পরে সরকারি বিধি অনুযায়ী ভাতা উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার কথা থাকলেও সু-কৌশলে মৃত ওই নারীকে অসুস্থ্য দেখিয়ে নমিনী হিসেবে নিয়মিত ভাতা উত্তোলন করে আসছিলেন তাঁর ছেলে। সর্বশেষ জুন মাসেও সোনালী ব্যাংকের বাউফল শাখা  থেকে  ভাতার টাকা উত্তোলন করা হয়। এ বিষয়ে মৃত ওই নারীর ছেলে শহিদুল ইসলাম বাচ্চুর কাছে জানতে চাইলে বলেন, আমার ভুল হয়েছে। এ বিষয়ে  উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের দৃষ্টি আর্কষণ করা হলে তিনি বলেন,‘ বিষয়টি আমার জানা ছিল না। অভিযোগ প্রমানিত হলে আইনাণুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৩২:৩৮ ● ৬৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ