কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির কচ্ছপ

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির কচ্ছপ
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২০


কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির কচ্ছপ

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির বড় আকারের এক কচ্ছপ। বৃহস্পতিবার সকালে আটটার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে সৈকতে স্থানীয় লোকজনের নজরে আসে কচ্ছপটি। ডান পায়ে ক্ষত নিয়ে ভেসে আসা আনুমানিক ২০ কেজি ওজনের কচ্ছপটি দেখতে সৈকতে ভীড় জমায় স্থানীয় লোকজনসহ পর্যটক।
স্থানীয় জেলে বেলাল জানান, কচ্চপটি জেলেদের জালে আটকা পড়ে এবং জাল ছিঁড়ে মুক্ত হয়। ফলে পায়ে ব্যাথা পাওয়ার করণে অসুস্থ হয়ে গভীর সাগর থেকে তীরে চলে এসেছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাহামুদ হোসেন মোল্লাা জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে অসুস্থ কচ্ছপটির পরিচর্যায় উদ্যোগ গ্রহন করা হয়েছে। কচ্ছপটি এখন নড়াচড়া করতে পারছে। ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় বন বিভাগকে অবহিত করা হয়েছে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১২:২৬:১৮ ● ৪৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ