কলাপাড়ায় শ্রীগুরু সঙ্ঘের ৪০তম বার্ষিকী উৎসব শুরু

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় শ্রীগুরু সঙ্ঘের ৪০তম বার্ষিকী উৎসব শুরু
শুক্রবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৯


বর্নাঢ্য র‌্যালী
সাগরকন্যা রিপোর্ট ॥
কলাপাড়ায় শ্রীগুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকার্চায্যবর শ্রীশ্রীমদ্দুর্গা প্রসন্ন পরমহংসদেব স্মরণে ৪০তম বার্ষিকী উৎসব শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী পৌরশহরের জগন্নাথ আখড়ানাট মন্দিরে শুরু হয়েছে। অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে শ্রীশ্রী ঠাকুরের পাদুকা উৎসব কেন্দ্রে আনায়ন, সঙ্ঘ পতাকা উত্তোলন, বর্নাঢ্য র‌্যালী, শ্রীশ্রী ঠাকুরের মুখের বানী ক্যাসেটের মাধ্যমে প্রচার, হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, গুরু পুজা, ভোগরাগ, মাতৃসঙ্ঘ, ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও প্রসাদ বিতরণ। মহানামযজ্ঞানুষ্ঠানে দেশের খ্যাতি সম্পন্ন শিল্পিরা নামসুধা পরিবেশন করবেন বলে উৎসব উদয্পান কমিটির আহবায়ক সমীর কর্মকার জানিয়েছেন।

ইউকেএইচ/কেএস

বাংলাদেশ সময়: ১৬:০৮:৩১ ● ৪৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ