গলাচিপায় আশ্রায়ন-২ প্রকল্পে বিভিন্ন গাছের চারা বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় আশ্রায়ন-২ প্রকল্পে বিভিন্ন গাছের চারা বিতরণ
সোমবার ● ২০ জুলাই ২০২০


গলাচিপায় আশ্রায়ন-২ প্রকল্পে বিভিন্ন গাছের চারা বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের সামাজিক বনায়নের অংশ হিসেবে বন বিভাগের পক্ষ থেকে আশ্রায়ন-২ প্রকল্পে ৬শ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (২০ জুলাই) উপজেলার ডাকুয়া ইউনিয়নের আশ্রায়ন-২ প্রকল্প পূর্ব ডাকুয়া গ্রামে বেলা ১২ টায় বিনামূল্যে আশ্রায়নের দুস্থ, অসহায় বসবাসকারী পরিবারগুলোর মাঝে নারিকেল, সুপারি, বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা বিনামূল্যে বিতরণ ও রোপন করেন গলাচিপা উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান ও কর্মচারীবৃন্দ।
এ সময় মো. মশিউর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের সামাজিক বনায়নের অংশ হিসেবে আশ্রায়ন-২ প্রকল্পে ৬শ বিভিন্ন জাতের গাছের চারা বিনামূল্যে বিতরণ ও রোপন করেছি।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৬:২৬ ● ২৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ