কলাপাড়ায় গবাদিপশুর হাঁটের চাঁদাবাজি বন্ধে কঠর প্রশাসন

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় গবাদিপশুর হাঁটের চাঁদাবাজি বন্ধে কঠর প্রশাসন
সোমবার ● ২০ জুলাই ২০২০


---

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজারে অবৈধভাবে চলা গবাদিপশু বিক্রির হাটে চাঁদাবাজি বন্ধ করে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।
সোমবার (২০ জুলাই) বিকালে তিনি হাটে গিয়ে এই নির্দেশ দিয়েছেন। সরকারিভাবে ঘোষিত গবাদিপশুর হাট না হলেও এই হাঁেট টোলের নামে চাঁদাবাজি করে আসছে ছাত্রলীগের একটি চক্র। সম্প্রতি চাঁদা আদায় কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সশস্ত্র ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের পদক্ষেপে হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু অবৈধ ওই হাট বন্ধ হয়নি, বন্ধ হয়নি চাঁদাবাজি।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সোমবার উপজেলা প্রশাসন চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছেন। স্থানীয়রা জানায়, শরীফ বাহিনী এ চাঁদাবাজি করে আসছে। তবে ম্যােিজস্ট্রট চলে আসার পরে ফের চাদাবাজচক্র জড়ো হচ্ছে বলে জানা গেছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৬:২৮ ● ২৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ