চরফ্যাশনে হত্যাকান্ডের একমাসেও আসামী গ্রেফতার হয়নি!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে হত্যাকান্ডের একমাসেও আসামী গ্রেফতার হয়নি!
রবিবার ● ১৯ জুলাই ২০২০


---

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার নীলকমল গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের আকুতি ছেলে হত্যা মামলার ১ মাস অতিক্রম হলেও পুলিশ আসামী গ্রেফতার করছেনা বলে অভিযোগ উঠেছে দুলারহাট থানার ওসির বিরুদ্ধে। এ ব্যপারে মামলার বাদী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান নুর নাহার বেগম(৪৮) পুলিশের মহাপরিদর্শক বরাবর অভিযোগ দাখিল করেছেন।
মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২৭মে/২০ তারিখে বিকাল ৫টায় মুক্তিযোদ্ধা পরিবারের কন্যা নুর নাহারের ছেলে মিরাজকে ফুটবল খেলার জন্যে মাঠে নিয়ে যায়। চরযমুনা গ্রামের ছালাউদ্দিনের ছেলে ইমরানের সাথে গোলরক্ষক মিরাজের কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমরানসহ ৯জন আজ্ঞাত আরো ৪/৫জন একাত্রিত হয়ে মিরাজকে কিল ঘুষি মেরে  আহত করে ও অজ্ঞান হয়ে পড়লে আসামীরা পালিয়ে যায়। স্থানীয়রা মিরাজকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতাল নেয়া হলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে অবস্থা আংশখা জনক দেখে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। যার রেজিঃ ২৫১/১৮৭ তারিখ ২৮ মে/২০। চিকিৎসারত অবস্থায় ৬জুন মিরাজের মৃত্যু হয়।  লাশ ময়না তদন্তের পর দাফন করা হয়েছে। এ ব্যাপারে নিহতের মা নুরনাহার বেগম বাদী হয়ে দুলারহাট থানায় ইমরান, খায়রুজ্জামান টুটুল, শাহরিয়ার এমরানসহ ৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে ১৮জুন ৩০৪/৩৪ ধারামোতাবেক মামলা দায়ের করেন। মামলার রুজুর একমাস অতিক্রম হলেও থানা পুলিশ কোন আসামী গ্রেফতার করেননি বলে অভিযোগ করেন মামলার বাদী মুক্তিযোদ্ধা পরিবারের কন্যা নুরনাহার।
বাদিনীর অভিযোগ আসামী এমরান, টুটুলসহ আসামীরা ঘোষেরহাট, দুলারহাট ও চরফ্যাশন বাজারে প্রকাশ্যে ঘুরছে। পুলিশ তাদেরকে গ্রেফতার করছেনা। স্থানীয় নীলকমল ইউপির চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার বলেন, পুলিশ কেন আসামী গ্রেফতার করছেনা তা জানিনা। একজন আসামীও গ্রেফতার হয়নি।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. ইকবাল হোসেন বলেন, মামলা তদন্তাধীন রয়েছে । তবে এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। পোষ্টমর্টেম রিপোর্ট আসলে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য মামলার আসামী ইমরান, টুটুল ও শাহরিয়ার ইমরানদের সাথে মুক্তিযোদ্ধা পরিবারের জমি নিয়ে বিরোধ রয়েছে।

 

 

এএইচ/এমআর

 

বাংলাদেশ সময়: ২০:৩০:৫৬ ● ৩১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ