গোপালগঞ্জে নমুনা পরীক্ষার ৫০ শতাংশ কোভিড-১৯

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে নমুনা পরীক্ষার ৫০ শতাংশ কোভিড-১৯
রবিবার ● ১৯ জুলাই ২০২০


গোপালগঞ্জে নমুনা পরীক্ষার ৫০ শতাংশ কোভিড-১৯

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে নমুনার পরীক্ষার ৫০শতাংশ এখন করোনায় আক্রান্ত। গেল ২৪ঘণ্টায় গোপালগঞ্জ জেলা থেকে করোনা পরীক্ষা করার জন্য ৩৬ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুরে পাঠানো হয়। এরমধ্যে নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২০৬ জন।
এরআগে ১৭ জুলাই করোনা পরীক্ষা করার জন্য ৬৫ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুরে পাঠানো হয়েছিলো সেখানেও ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বিগত ৭২ ঘন্টার তথ্য বিশ্লেষন করে দেখা যায়, জেলায় নমুনা পরীক্ষার ৫০ শতাংশই আক্রান্ত।
এদিকে, বিগত ২৪ঘণ্টায় আরও ২০জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০১ জন।  জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৮০ জন। গোপালগঞ্জ জেলায় মোট মারা গেছেন ২৪ জন।
রোববার (১৯ জুলাই) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য  জানান। তিনি জানান, নতুন করে ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১০ জন, কোটালীপাড়ায় ৬ জন ও মুকসুদপুরে ২ জন  করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত ৬৬০৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ২২৮ জন, কাশিয়ানীতে ২১৩ জন, গোপালগঞ্জ সদরে ৩৮৭ জন, টুঙ্গিপাড়ায় ১৯৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৮৮ জন।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১৪:৩৪ ● ২৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ