গলাচিপায় আনসার-ভিডিপির গাছের চারা বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় আনসার-ভিডিপির গাছের চারা বিতরণ
রবিবার ● ১৯ জুলাই ২০২০


গলাচিপায় আনসার-ভিডিপির গাছের চারা বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে আনসার ভিডিপি’র পক্ষ থেকে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
রবিবার (১৯ জুলাই) উপজেলার আনসার ও ভিডিপি অফিস কার্যালয়ে বেলা ১১ টায় সদস্যদের মাঝে গাছের চারা তুলে দেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোহা. সুমন হাওলাদার। সুমন হাওলাদার বলেন, মাননীয় মহা-পরিচালকের উদ্যোগে পটুয়াখালী জেলা শাখার সঞ্চালনায় গলাচিপা আনসার ও ভিডিপির অফিস থেকে সদস্যদের মাঝে ৩টি করে গাছের চারা দেয়া হয়। মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান, এই শ্লোগানকে সামনে রেখে উপজেলায় ১শ বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা সদস্যদের রোপণ খরচ বাবদ ১০ টাকা ও পরিবহন বাবদ ১০ টাকা করে দিচ্ছি।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১২:২১:২৭ ● ৩০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ