ইন্দুরকানীতে অপপ্রচার রোধে শিক্ষকের জিডি

প্রথম পাতা » পিরোজপুর » ইন্দুরকানীতে অপপ্রচার রোধে শিক্ষকের জিডি
শুক্রবার ● ১৭ জুলাই ২০২০


প্রতীকী ছবি

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

ইন্দুরকানীতে এক মাদরাসা শিক্ষককে ধরিয়ে দিতে একটি নিউজ পোর্টালে তার ছবিসহ অপপ্রচার চালানো হয়েছে। এমনকি তাকে ধরিয়ে দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষনা করা হয়। প্রতিকার চেয়ে ওই শিক্ষক থানায় জিডি করেছেন।
জানাযায়, উপজেলার বাটাজোড় আলিম মাদরাসার আরবী প্রভাষক ও সেউতিবাড়ীয়া গ্রামের সুলতাল আহমেদের পুত্র মো: মোস্তাইজ বিল্লাহর বিরুদ্ধে একটি চক্র “ইন্দুরকানী নিউজ” নামে একটি আইডি খুলে তাতে শিক্ষক মোস্তাইজ বিল্লাহ তার ভাইকে কুপিয়ে গুরুত্বর আহত করেছে বলে জানাননো হয় এবং তাকে আইনের হাতে ধরিয়ে দিতে পারলে ২৫ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে মর্মে ঘোষনা দেয়। বাস্তবে এধরনের কোন ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে শিক্ষক মোস্তাইজ বিল্লাহ প্রতিকার চেয়ে শুক্রবার (১৭ জুলাই) ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, একটি ভূয়া নিউজ পোর্টাল খুলে শিক্ষকের নামে অপপ্রচার চালানো হয়েছে। অপরাধীকে খুজে বের করার চেষ্টা চলছে।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৩৬:১৮ ● ৬৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ