হিজলায় দেড়লাখ মিটার কারেন্ট জাল জব্দ

প্রথম পাতা » ভোলা » হিজলায় দেড়লাখ মিটার কারেন্ট জাল জব্দ
শুক্রবার ● ১৭ জুলাই ২০২০


হিজলায় দেড়লাখ মিটার কারেন্ট জাল জব্দ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

হিজলায় কোস্টগার্ড মেঘনায় অভিযান চালিয়ে শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেড়লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পোড়ানো হয়েছে। যার মূল্য প্রায় ৫লাখ ২৫হাজার টাকা।
হিজলা কোস্টাগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আলমগীর হোসেনের নেতৃত্বে মেঘনার বাউশিয়া হিজলা, কাইছ মা, থানার ঘাট, চর দুর্গাপুর, মৌলভীর হাট, হরিনাথপুর, ঢোল খোলা,   বয়স পট্ট্রি, দাতপুর, কাকুরিয়া অভিযান চালানো হয়েছে। পরে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুর চন্দ্র কবিরাজ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার‘র নির্দেশে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে নদীর তীরে জাল পোড়ানো হয়।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৪০:৩০ ● ৩৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ