ইউপি চেয়ারম্যান আনসার মোল্লা করোনা আক্রান্ত

প্রথম পাতা » পটুয়াখালী » ইউপি চেয়ারম্যান আনসার মোল্লা করোনা আক্রান্ত
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০


লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনসার উদ্দিন মোল্লা

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
মহিপুর থানার লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনসার উদ্দিন মোল্লা করোনা আক্রান্ত হয়েছেন। এ তথ্য বৃহস্পতিবার বিকেলে নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার।  চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বর্তমানে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে আইসোলেশনে রয়েছেন। আনসার উদ্দিন মোল্লা কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লার ছোট ভাই। এর আগে চেয়ারম্যানের স্ত্রী খাদিজার করোনা উপসর্গ দেখা দিলে উভয়েরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। বুধবার রাত ৯ টায় চেয়ারম্যানের করোনা রিপোর্ট পজেটিভ শনাক্ত এবং তার স্ত্রীর রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসন। এর আগে লতাচাপলী ইউনিয়ন পরিষদের সচিব রুবাইয়াত আদনান এর করোনা পজেটিভ হয়। ইউপি সচিব আইসোলেশনে চিকিৎসা সেবা নেয়। দ্বিতীয়বার তার নমুনা সংগ্রহ করে পাঠালে রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে রুবাইয়াত আদনান হোম কোয়ারেন্টাইনে সুস্থ রয়েছেন। আগামী সপ্তাহে কর্মস্থলে যোগদান করবেন বলে ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে। ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা অসুস্থতা বোধ করলে জন সাধারনের সাথে দেখা সাক্ষাত বন্ধ করে দেন। তিনি ফোনালাপে জরুরি কাজকর্ম সম্পাদন করছেন।
সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শাহানাজ পারভীন বলেন, ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন এবং বর্তমানে তিনি অপেক্ষাকৃত সুস্থ আছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মাদ আবদুল্লাহ বলেন, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৫৭ ● ৬৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ