শিশু শিক্ষার্থীর যৌন হয়রানি-কলাপাড়ায় বরখাস্তকৃত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফের তদন্ত

প্রথম পাতা » পটুয়াখালী » শিশু শিক্ষার্থীর যৌন হয়রানি-কলাপাড়ায় বরখাস্তকৃত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফের তদন্ত
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০


---

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রাণির ঘটনায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক আবু সালেহ মোহাম্মদ ইছার রিুদ্ধে প্রাথমিক শিক্ষা বিভাগ পুনরায় বিভাগীয় তদন্ত শুরু করেছে।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম কলাপাড়ায় শিক্ষা অফিসে উপস্থিত হয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে একাধিক ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় ম্যনেজিং কমিটির সদস্যদের জবানবন্দী গ্রহন করেন। কলাপাড়ার কাংকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মোহাম্মদ ইছার বিরুদ্ধে শিশুছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে সেখানকার ছাত্র-ছাত্রী অভিভাবকসহ সাধারণ মানুষ ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর বিক্ষোভ করে। ১৬ সেপ্টেম্বর এক শিশুকে যৌন হয়রাণি করার কারনে এ বিক্ষোভ করা হয়। তখন তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বিভাগীয় মামলা দায়ের করা হয়।
কলাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশাার জানান, প্রধান শিক্ষক ইছা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে পুনরায় তদন্ত দাবি করলে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্র্তা আবার তদন্ত করছেন। এ বিষয় মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৫:০০ ● ২২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ