ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

প্রথম পাতা » ঝালকাঠী » ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০


ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্থানীয় কালেক্টরেট স্কুল প্রাঙ্গনে কয়েকটি বনজ ও ফলজ গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম, এনডিসি আহমেদ হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সুরুজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল ও বন বিভাগের কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোট বৃক্ষের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলায় ৮১ হাজার ৫৪০ টি বনজ ও ফলজ গাছের চারা রোপন করা হবে। ঝালকাঠি জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষন কেন্দ্র এ কর্মসূচির আয়োজন করে।

আরআর/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪৫ ● ৩৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ