সাগরকন্যায় সংবাদ প্রকাশের জের-কুয়াকাটার সেই কচ্ছপিয়া খালের বাধঁ পরিদর্শণে ভূমি প্রশাসন

প্রথম পাতা » কুয়াকাটা » সাগরকন্যায় সংবাদ প্রকাশের জের-কুয়াকাটার সেই কচ্ছপিয়া খালের বাধঁ পরিদর্শণে ভূমি প্রশাসন
বুধবার ● ১৫ জুলাই ২০২০


অবশেষে কুয়াকাটার সেই কচ্ছপিয়া খালের বাধঁ পরিদর্শণে ভূমি প্রশাসন

কুয়াকাটা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

দক্ষিনাঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল-‘সাগরকন্যাসহ বিভিন্ন মিডিয়ায় কুয়াকাটায় প্রবাহমান খালে বাঁধ দিয়ে মাছ চাষের প্রতিবাদে কৃষকদের মানবন্ধনের সংবাদ প্রকাশের পর কচ্ছপিয়া খালের বাধ পরিদর্শণ করেছেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল ।
বুধবার (১৫ জুলাই) দুপুরে ওই কর্মকর্তা সরেজমিন পরিদর্শণে গেলে খালে বাঁধ দিয়ে মাছ চাষের সত্যতা পায়। এসময় তিনি ভুক্তভোগী একাধিক কৃষকের মৌখিক অভিযোগ শুনেছেন এবং প্রবাহমান খালে ভূমিহীন নামে বন্ধোবস্ত দেওয়ার প্রমানও সংগ্রহ করেছেন। ক্ষতিগ্রস্থ ৫গ্রামের কৃষকরা জানিয়েছেন, ১৩ কিঃমিঃ কচ্ছপখালী খালে ১৫টি বাঁধ দিয়ে প্রভাবশালী মহল মাছ চাষ করছে। এ বাঁধ চলমান থাকলে কচ্ছপখালী, নবীনপুর, তুলাতলী, মুসুল্লীয়াবাদ ও আজিমপুর গ্রামের পরিবারগুলো স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়বে।
খাল পুনরুদ্ধার কমিটির সভাপতি শাহজাহান মৃধাসহ ক্ষতিগ্রস্থ এলাকাবাসী বাঁধ অপসারণ করে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল  রাখাসহ কচ্ছপখালী খালে ভূমিহীন বন্ধোবস্ত বাতিলের দাবী তোলেন। কৃষকদের দাবীর প্রতিশ্রুতিতে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, অচিরেই বাঁধ অপসারণ করা হবে। আইনী প্রক্রিয়া শেষে ভূমিহীন বন্ধোবস্ত বাতিলের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
পরিদর্শণকালে পানি নিষ্কাশনের জন্য স্লুইজগেট ব্যবস্থা না রেখে কচ্ছপখালী খালের ওপর কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ সড়ক নির্মাণ করায় অসন্তোষ প্রকাশ করেছেন।
ঊল্লেখ্য কুয়াকাটা পৌর শহরের ‘কচ্ছপখালী খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছে একটি প্রভাবশালী মহল। খালটি পুনরুদ্ধার করে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার দাবীতে মঙ্গলবার (১৪ জুলাই) মানববন্ধন করেছেন ভুক্তভোগী দেড় শতাধিক কৃষকরা।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৩:৩৩ ● ৪৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ