রাঙ্গাবালীতে গৃহবধুকে মারধরে মামলা দায়ের

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে গৃহবধুকে মারধরে মামলা দায়ের
মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২০


---

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মারধরের ঘটনায় ৬জনকে অভিযুক্ত করে আদালতে মামলা করেছে গৃহবধুর স্বামী জলিল মেলকার। জলিল মেলকার হলো, উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের চরলক্ষ¥ী গ্রামের মোঃ আবুল কাসেম মেলকারের ছেলে।
মামলাসূত্রে জানা যায়, বুধবার (৮ই জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে বাদীর বসত ঘরের উত্তর পাশে জমির উপরে মোসাঃ নাজমুন নাহারকে লোহার শাবল দিয়ে প্রতিপক্ষরা এলোপাথারীভাবে মারধার করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মোসাঃ নাজমুন নাহারকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জলিল মেলকার একই ইউনিয়নের ৬জনকে আসামী করে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার ১টি মামলা দায়ের করেন। আসামীরা হলেন মো. মিজানুর রহমান মিজু, মো. শফি হাওলাদার, মো. রুবেল হাওলাদার, মো. জসিম মৃধা (সোহাগ), মোসা. সোনিয়া, মোসা. আমেনা। আদালত মামলাটি আমলে নিয়ে রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এমসি সংগ্রহ পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে এমসি সংগ্রহ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৪:০০ ● ৩৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ