কাউখালীতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
সোমবার ● ১৩ জুলাই ২০২০


কাউখালীতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম এর উদ্যোগে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে  ১৭হাজার পাচঁশত  টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং পিরোজপুরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনা মুলক লিফলেট বিতরন করে।এ সময় কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর এবং বরিশালের এপিবিএন ১০ সদ্যরা সহযোগীতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন,২০০৯ সালের বিভিন্ন ধারায়  মেয়াদ উর্ত্তীন  ওষুধ বিক্রি ও প্রস্তাব করায় ঔষধ বিপনীকে আট হাজার টাকা,মূল্য তালিকা প্রদশর্ন না করায় বিসমিল্লাহ টেডার্সকে পাঁচ হাজার টাকা, মায়ের দোয়া বেকারীকে তিন হাজার টাকা এবং ঝুঁকিপুর্ন ভাবে গ্যাস ও পেট্রোল বিক্রি করার অপরাধে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪৮:২৯ ● ৪৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ