গলাচিপায় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি
সোমবার ● ১৩ জুলাই ২০২০


গলাচিপায় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

মুজিব শত বর্ষ উপলক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম খান সোমবার (১৩  জুলাই) বেলা ১২ টায় হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
“মুজিব বর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান” এই শ্লোগানকে সামনে রেখে আগামী ৩মাস ব্যাপী সাড়া দেশে ৩টি করে গাছ লাগানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আগামী ৩ মাস দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীকে এই নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক।
গলাচিপা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিবেশ বান্ধব সরকার। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী মুজিব শত বর্ষ উপলক্ষ্যে আমি উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষ রোপন করি।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:২৮:০৪ ● ২৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ