দক্ষিণাঞ্চলের সব উন্নয়ন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় হচ্ছে-প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

প্রথম পাতা » পটুয়াখালী » দক্ষিণাঞ্চলের সব উন্নয়ন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় হচ্ছে-প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
শনিবার ● ১১ জুলাই ২০২০


দক্ষিণাঞ্চলের সব উন্নয়ন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় হচ্ছে-প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রসহ দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন হচ্ছে তা মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় হচ্ছে। এসব উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুতই শেষ হবে। এরফলে দেশ উন্নয়নের শিকরে পৌছে যাবে। যার সুফল ভোগ করবে দেশেরে সকল মানুষ। করোনা পরিস্থিতি নিয়ে শনিবার (১১ জুলাই) দুপুর ১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস।
পটুয়াখালীতে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব ও আইসিও স্থাপনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে সচিব আরো বলেন, জীবন বাঁচাতে হবে, জীবিকাও রক্ষা করতে হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। যদি সাবধান হই, সচেতনতা অবলম্বন করি, তাহলে স্বাভাবিকভাবে সব কাজ করতে পারবো। আমরা নিয়মিত অফিস করছি। করোনা পরিস্থিতি মোকাবেলায় সচিবরা জেলায় জেলায় ঘুরছেন। জেলা প্রশাসকদের মতামত নিয়ে দিকনির্দেশনা দিচ্ছেন।
পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার দ্বায়িত্বপ্রাপ্ত সচিব এবং পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. সামছুর রহমান, বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহন মিয়া, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট. গোলাম সরোয়ার, প্রেসক্লাব সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল প্রমুখ।
এছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৪:৩৪ ● ৩১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ