সীমান্তে হত্যা বন্ধে প্রয়োজনে উচ্চপর্যায়ের বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » সীমান্তে হত্যা বন্ধে প্রয়োজনে উচ্চপর্যায়ের বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৯


সীমান্তে হত্যা বন্ধে প্রয়োজনে উচ্চপর্যায়ের বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা সাগরকন্যা অফিস॥

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সম্প্রতি সীমান্তে বেশ কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে সীমান্তে বিএসএফ’র সঙ্গে বিজিবির কর্মকর্তারা বৈঠক করছে। দীর্ঘদিন সীমান্তে কোনও হত্যাকা- না ঘটলেও হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটছে তা উদঘাটন করতেই এই বৈঠক বসছে। প্রয়োজনে উচ্চপর্যায়ে এই বৈঠক হবে। এটি ডিজি লেভেলেও হতে পারে।’
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তে জিরো কিলিং নীতিতে বিশ্বাসী বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, আলাপ-আলোচনার মাধ্যমে এই অবস্থার সুরাহা হবে। বাংলাদেশ দুর্গম সীমান্তে অনেকগুলো বিওপি রয়েছে সেখানে বিজিবির টহল বাড়ানো হয়েছে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে বলে যে খবর আমরা শুনছি তা অনেকাংশেই সঠিক নয়। এরপরেও আমরা সীমান্তে টহল বাড়িয়েছি। এ ব্যাপারে সরকার সচেতন রয়েছে।’

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১২:৩৪ ● ৫১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ