পটুয়াখালীতে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২০


পটুয়াখালীতে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীতে জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে কয়েক দফা বিক্ষোভ কর্মসুচী পালন করেছে জেলা-উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে পটুয়াখালী কলেজ ছাত্রলীগের উদ্যোগে দুই শতাধিক নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করেন। একই দিনে মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাব চত্বরে উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম এবং মির্জাগঞ্জ উপজেলা কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। এর পূর্বে বুধবার পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ জানায়-পারিবারিক দ্বন্দ্বে জেরে প্রতিপক্ষরা হাসান শিকাদার ও তার পরিবারকে হয়রানী করে আসছে।

আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে ছাত্রলীগ উল্লেখ করেন-পারিবারিক দ্বন্দ্বে জেরে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদারের চাচাতো ভাই মাহামুদ সিকদার, চাচাতো ভাই ও ভগ্নীপতি বাকী বিল্লাহ ও তার স্ত্রী তাজনুর বেগম র্দীঘদিন ধরে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানী করছে। প্রতিপক্ষের দায়েরকৃত মামলায় আদালত থেকে নিস্পত্তি হলেও তারা ষড়যন্ত্র, অপপ্রচারে লিপ্ত রয়েছে। ছাত্রলীগ আরো অভিযোগ করে বলেন-সম্প্রতি একটি মিথ্যা ঘটনা সাজিয়ে হাসানকে জড়িয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে।

এছাড়া হাসানের ব্যাবসায়ীক ঘটনায় অংশিদার মোঃ শামীম খান প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে হাসানের সঙ্গে প্রতারণা করে আসছে। ব্যবসায়ীক পার্টনার শামিমের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে শামিম কর্তৃক ষড়যন্ত্রের শিকার হয় হাসান। এমনকি হাসানের ছোট ভাই ঢাকা মহাণগর দক্ষিন ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এনামুল শিকদারের উপর আতর্কীত হামলা চালানো হয়। এছাড়াও হাসানের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক হাসানের বড় ভাই আব্দুর রব সিকদার ও ম্যানেজার সজিব হাওলাদারকে মারধর করে ব্যবসা প্রতিষ্ঠানকে তালা বদ্ধ করা হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন-প্রতিপক্ষের এই নাটকিয় ষড়যন্ত্রের ঘটনা নিম্পত্তির জন্য একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেলেও তারা অজ্ঞাত কারনে সহায়তা করছেনা।

বিডি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১৬:৪০ ● ৩৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ