দুমকিতে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ
বুধবার ● ৮ জুলাই ২০২০


দুমকিতে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে বেহাল দশায় পরিনত গ্রামীণ অবকাঠামোর সড়কটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) নির্মাণ করেছেন এলাকাবাসী। উপজেলার পাঙ্গাশিয়া  ইউনিয়নের আলগী গ্রামের ফারুক মোল্লার পূল থেকে খান বাড়ি পর্যন্ত অর্ধ-কিলোমিটার সড়কটি দীর্ঘ দু’যুগ ধরে সংস্কার বিহীন পড়ে আছে। মাত্র অর্ধ-কিলোমিটার সংযোগ সড়কটি পাকা করণ না হওয়ায় আলগিসহ আশ-পাশের গ্রামবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। প্রতিদিন কয়েক শ’ লোকজনকে কাদা পানি ভেঙ্গে চলাচল করতে হয়েছে। একটু বৃষ্টিতে কাঁচা রাস্তাজুড়ে কাদা মাটিতে একাকার হয়ে যায়। পায়ে হেটে চলাচলে দুষ্কর হয়ে পড়ে। একারণে লোকজনকে বিকল্প পথে অতিরিক্ত ২ কিলোমিটার ঘুরে যানবাহন নিয়ে যেতে হয়েছে। অগত্যায় কাঁদা থেকে স্বস্থি পেতে নিজেদের অর্থ-শ্রমে ইট-বালু সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকাবাসী সড়কটি নির্মাণ করেছেন।
স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা দিনমজুর মো: জসিম উদ্দিন জানান,  প্রতি বছর বৃষ্টির দিন আসলেই আমাদের আর ভোগান্তির শেষ থাকেনা। একটু বৃষ্টি হইলে কাঁদা পানিতে একাকার হয়ে যায়। আমাদের গ্রাম হতে উপজেলা শহরের একমাত্র চলাচলের রাস্তাটি গ্রামবাসীদের দুর্ভোগের কারন। স্থানীয় বাসিন্দা, সুলতান তালুকদার, আবদুর রাজ্জাক খান, সেলিম হাওলাদারসহ উপস্থিত লোকজনের অভিযোগ, মাত্র অর্ধ-কি.মিটার সড়কের বেহাল দশার কারনে সবার দুর্ভোগ পোহাতে হয়েছে। বার বার চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়েও কোন লাভ হয়নি। তাই আমরা নিজেরাই চাঁদা তুলে কাজটি সম্পন্ন করছি।
স্থানীয় ইউপি সদস্য মোঃ সরোয়ার শিকদার জানান,  এটি একটি সংযোগ সড়ক।  এর কোন আইডি নম্বর নেই তাই সড়কটি এখন পর্যন্ত সংস্কার হয়নি।  এছাড়া আমি  টিয়ার কাবিখার মাধ্যমে যতটুকু সম্ভব সলিং করে দিয়েছি বাকি অংশ গ্রামের সবাই মিলে সলিং করেছেন।
ইউপি চেয়ারম্যান মো: আলমগীর শিকদার বলেন, জনচলাচলের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটির আইডি না থাকা ও দৈর্ঘ্য ১.কি.মিটারের কম হওয়ায় এলজিইডি’র কোন প্রকল্পে নেয়া যাচ্ছে না বলেই বরাদ্দ পাওয়া যায়নি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে টিআর-জিআর ও ৪০দিনের কর্মসূচির মাধ্যমে যতটুকু সম্ভব কাজ করা হলেও বাকী অংশটুকু বৃষ্টি-কাদায় রাস্তাটি ভেঙ্গেচুরে একাকার হয়ে যায়। স্থানীয় লোকজনের উদ্যোগে গ্রামীন অবকাঠামোর এ সংযোগ সড়কটি নির্মাণ করায় জনচলাচলের দুর্ভোগ লাঘব হয়েছে। তিনি এ মহোতি উদ্যেক্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

এমআর

বাংলাদেশ সময়: ২০:৪১:২৩ ● ২৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ