হিজলায় ৪২লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়েছে কোষ্টগার্ড

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » হিজলায় ৪২লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়েছে কোষ্টগার্ড
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২০


হিজলায় ৪২লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়েছে কোষ্টগার্ড

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

স্টেশন হিজলা কন্টিনজেন্ট কমান্ডার এম আলমগীর হোসেন’র নেতৃত্বে ৪২লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়েছে।
স্টেশন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত কোষ্টগার্ডের স্টেশন কমান্ডারের নেতৃত্বে অভিযান চালানো হয়। হিজলা নদী বেষ্টিত এলাকায়  মেঘনা নদীর বাউশিয়া, চর হিজলা ,লালখারাবাদ শিন্নির চর ,চর শেফালী, বাবনার চর, নলবুনিয়া, বহেশ পট্টি, কাকুরিয়া অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়।
জাল গুলো হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার দাস সহকারে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়। যার আনুমানিক মূল্য ৪২ লক্ষ টাকা। স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম আলমগীর হোসেন বলেন, আমি সরকারের নির্দেশনা মেনে চলছে। অভিযানের বিষয়ে আমার কোন ছাড় নেই। কেউ নদীতে অবৈধ ভাবে জাল পাতলে এবং নিষিদ্ধ কার্যক্রম করলেই তাদেরকে পাকঁড়াও করা হবে।

এমএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০২:৫৯ ● ৪০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ