কাউখালীতে মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে ভাতা বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে ভাতা বিতরণ
সোমবার ● ৬ জুলাই ২০২০


কাউখালীতে মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে ভাতা বিতরণ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাস এর কারণে মানুষকে ঘরে রাখার লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় গ্রামে গ্রামে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে সম্মানী ভাতার টাকা বিতরণ করছে সোনালীব্যাংক কাউখালী শাখা।
সোমবার (৬ জুলাই) কেউন্দিয়া ও কচুয়াকাঠী,নাংগুলি,বাশুরি,কাঠালিয়া,চিরাপাড়া,শিয়ালকাঠী  গ্রামের বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মানী ভাতা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা।
এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের অফিসার মিসকাত হোসেন,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,এম সাইফুল ইসলাম.মুক্তিযোদ্ধা  ও শিক্ষানুরাগী মো.মফিদুল ইসলাম দুলাল মাঝী প্রমূখ।
কাউখালী উপজেলার মুক্তিযোদ্ধারা গ্রামে বাড়িতে বসেই সম্মানী ভাতার টাকা হাতে পেয়ে মুখে হাসি ফুটে ওঠে। উপজেলা নির্বাহী কর্মকতা মোছা.খালেদা খাতুন রেখা বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে বীর মুক্তিযোদ্ধারা ব্যাংকে এসে ভিড় করলে করোনা সংক্রমণ ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই করোনা রোধে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রামে গিয়ে ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার টাকা পৌঁছে দিচ্ছি।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২০:৩১ ● ৪৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ