নেছারাবাদের মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদের মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রবিবার ● ৫ জুলাই ২০২০


---

নেছারাবাদ(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান আর নেই। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি উপজেলার আকলম গ্রামের বাসিন্দা এবং অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা।
শনিবার (৪ জুলাই) রাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে —— রাজেউন)। মৃত্যুকালে ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। রবিবার (৫ জুলাই) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান মৃত্যুতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো.শাহ আলমসহ বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেন।

এমআরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪৯:০৮ ● ৪৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ