গলাচিপায় রোগের যন্ত্রণা সইতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় রোগের যন্ত্রণা সইতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা
শুক্রবার ● ৩ জুলাই ২০২০


এটি একটি প্রতীকী ছবি।

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় রেনু বেগম নামের ষাট বছরের এক বৃদ্ধা পটাশ এলাম (ফিটকিরি) খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝ গ্রামে। স্বজনরা গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার মাঝ গ্রামের মতিন মোল্লার স্ত্রী রেনু বেগম (৬০) দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা পটাশ এলাম (ফিটকিরি) খেয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তার অবস্থার অবনতি দেখে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাতেই রেনু বেগমের মৃত্যু হয়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, রেনু বেগম দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়না তন্তের জন্য তার লাশ পটুয়াখালী সদর হাসপতালে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০৬:৪৫ ● ৩৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ