করোনা প্রতিরোধ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে জরিমানা

প্রথম পাতা » কুয়াকাটা » করোনা প্রতিরোধ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে জরিমানা
শুক্রবার ● ৩ জুলাই ২০২০


কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালত চলাকালে একটি স্পটের দৃশ্য।

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
পর্যটকদেও জন্য কুয়াকাটায় পর্যটনের দ্বর খুলে দেওয়ার দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে পর্যটকসহ ১৬জনকে আর্থিক জরিমানা করেছে। বৃহস্পতিবার শেষ বিকেল থেকে রাত পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। এসময় সচেতনতামূলক প্রচারণাসহ মাস্ক বিতরণ করেন। এছাড়া মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মাস্ক পরার জন্য সকলকে অনুরোধ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন কলাপাড়া উপজেলা স্যানিটারী কর্মকর্তা ও মহিপুর থানার এসআই সাইদুর রহমানসহ পুলিশের একটি টিম।
নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল সাগরকন্যাকে বলেন, পর্যটকদের জন্য কুয়াকাটাকে উম্মুক্ত করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা মেনে পর্যটকসহ স্থানীয়দের সচেতনতার লক্ষ্যে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এএইচএ/এনবি

বাংলাদেশ সময়: ০:০৯:২৪ ● ৪৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ