পটুয়াখালীতে নতুন করোনা সনাক্ত-৬, মোট আক্রান্ত ৪৩৭

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে নতুন করোনা সনাক্ত-৬, মোট আক্রান্ত ৪৩৭
শুক্রবার ● ৩ জুলাই ২০২০


এটি একটি প্রতীকী ছবি।

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীতে ২৪ ঘন্টায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কনসালটেন্ড ও উত্তরা ব্যাংকের এক কর্মকর্তাসহ নতুন করে আরও ৬ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন। আক্রান্তদের মধ্যে ৪ জন সদর উপজেলার, ১ জন কলাপাড়া উপজেলার এবং অপর জনের বাড়ি বাউফল উপজেলায়। নতুন সনাক্ত সবাই বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩৭। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১ জনের। হাসপাতালে আইসোলেশনে আছেন ২৩ জন। বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৩০০ জন। নতুন ৫ জনসহ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৩ জন।

জেআর/এনবি

বাংলাদেশ সময়: ১১:৪৯:৪৮ ● ৪০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ