বামনায় মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণঃ ধামা চাপার চেষ্টা!

প্রথম পাতা » বরগুনা » বামনায় মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণঃ ধামা চাপার চেষ্টা!
শুক্রবার ● ৩ জুলাই ২০২০


এটি একটি প্রতীকী ছবি।

বামনা (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার বামনা উপজেলা সদরে ১৪ বছরের এক মানসিক কিশোরী প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরের পশ্চিম সফিপুর গ্রামে বুধবার বিকেলে এ ধর্ষণের ঘটনাটি ঘটেছে। ধর্ষিতার পরিবার অসহায় দরিদ্র থাকার কারণে প্রভাবশালী মহল স্থানীয়ভাবে বিষয়টি ধামা-চাপা দেয়ার চেষ্টা করছেন বলে স্থানীয়দের অভিযোগ। এমনকি, ধর্ষিতার অসুস্থতায়ও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, অপরদিকে অর্থের অভাবে ধর্ষিতা কিশোরীর পরিবারও তাকে চিকিৎসা করাতে পারছেন না।
স্থানীয় সূত্রে জানা যায়,বামনা উপজেলা সদরের পশ্চিম সফিপুর গ্রামের সুলতান প্যাদার ছেলে বাবুল প্যাদ্যা ( ৩৮) একই গ্রামের ১৪ বছরের মানসিক প্রতিবন্ধী ওই কিশোরীকে বসত ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এসময় কিশোরীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ধর্ষক বাবুল প্যাদা পালিয়ে যায়। বর্তমানে ধর্ষিতা কিশোরীর চিকিৎসা প্রয়োজন বলে তার পরিবার দাবি করেছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার।
ধর্ষিতা কিশোরীর পিতা বলেন, এলাকার মোড়লরা আমাকে বিচারে করে দিবে বলেছেন। এছাড়া তারা আমাকে বিভিন্ন রকম ভয়ভিতী দেখায়। থানায় যেতে দেয় না। আমার এই প্রতিবন্ধী মেয়েকে লম্পট ধর্ষণ করছে, সেই লম্পট বাবুল প্যাদার  বিচার চাই। আল্লাহ তুমি বিচার করো। আমি গরীব বিধায় আইনের কোন সহযোগিতা পাচ্ছি না।
ধর্ষক বাবুল প্যাদার স্ত্রী পারভীন আকতার এসে ধর্ষণের বিস্তারিত শুনে নিজ হাতে স্বামীকে মারধর করেছেন বলেও এলাকাবাসী জানান।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো: ইলিয়াছ হোসেন তালুকদার বলেন, এ ধর্ষণের ঘটনায় আমি কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএইচআর/এনবি

বাংলাদেশ সময়: ১:০০:৪৬ ● ১১২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ