আমতলীতে জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ
বুধবার ● ১ জুলাই ২০২০


আমতলীতে জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা বরগুনার আমতলী উপজেলার দুইটি ইউনিয়নের ৯’শ ৫২ জন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) ইউএনও মনিরা পারভীন স্বাস্থ্যবিধি মেনে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। জানাগেছে, নভেম্বর  থেকে জুন মাস পর্যন্ত (আট মাস) নদীতে জাটকা ইলিশ আহরণ ও সংরক্ষণ সম্পুর্ন  নিষিদ্ধ। এ সময়ে জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা জেলেদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভিজিএফ সহায়তা প্রদান করেছেন। ওই বিশেষ ভিজিএফ’র সহায়তার আওতায় আমতলী উপজেলার গুলিশাখালী  ইউনিয়নে ৭’শ ৩৭ ও আঠারোগাছিয়া ইউনিয়নে ২’শ ১৫ জন জেলেদের মাঝে জুন মাসের চাল বিতরন করা হয়েছে। প্রত্যেক জেলেকে ৫৬ কেজি করে চাল দেয়া হয়।
বুধবার ইউএনও মনিরা পারভীন স্বাস্থ্যবিধি মেনে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম, হারুন অর রশিদ হাওলাদার ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুবুল আলম প্রমুখ।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৩৪:০৮ ● ৩৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ