বাউফলে সরকারি চাল জব্দ করে বিপাকে এনএসআই

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে সরকারি চাল জব্দ করে বিপাকে এনএসআই
বুধবার ● ১ জুলাই ২০২০


বাউফলে সরকারি চাল জব্দ করে বিপাকে এনএসআই

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর বাউফলে ১৬০ বস্তা সরকারি চাল জব্দ করে বিপাকে পড়েছেন গোয়েন্দা সংস্থা এনএসআই’র সদস্যরা। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার কালাইয়া বন্দরে আব্দুর রহিম নামে এক চাল ব্যবসায়ির গোডাউন থেকে খাদ্য অধিদপ্তরের নামাঙ্কিত ১৬০বস্তা চাল জব্দ করে পটুয়াখালী জেলা এন এস আই’র একটি দল। এসময় চাল ব্যবসায়ী আবদুর রহিম জব্দকৃত ওই চাল বৈধ পক্রিয়ায় ক্রয় করেছেন দাবী করে যে সকল সরকারি প্রকল্প থেকে ক্রয় চাল ক্রয় করেছেন তার কাগজপত্র দেখান। বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস এবং উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমানকে জানালে তারা ঘটনাস্থলে এসে প্রকল্পের অনুকুলে বরাদ্দকৃত চাল উত্তোলণের জন্য প্রদেয় ছাড়পত্র সঠিক বলে জানান।
পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেন ঘটনাস্থলে এসে সরকারি চাল অন্য বস্তায় ভরে বিক্রি ভোক্তা অধিকারের পরিপন্থি হওয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই চাল ব্যবসায়ী আবদুর রহিমকে ২০হাজার টাকা জরিমানা করেন এবং জব্দ করা চাল ছেড়ে দেন।
এ বিষয়ে এনএসআই টীমের সদস্যদের কাছে জানতে চাইলে, গনমাধ্যমে বক্তব্য দেয়ার কোনো এখতিয়ার নেই বলে জানান।

এসএস/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১৭:২৬ ● ৭৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ