উম্মুক্ত হল পর্যটন নগরী সমুদ্রকন্যা কুয়াকাটা

প্রথম পাতা » কুয়াকাটা » উম্মুক্ত হল পর্যটন নগরী সমুদ্রকন্যা কুয়াকাটা
বুধবার ● ১ জুলাই ২০২০


উম্মুক্ত হল পর্যটন নগরী সমুদ্রকন্যা কুয়াকাটা

কুয়াকাটা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

অবশেষে শতদিন পরে বুধবার (১ জুলাই) থেকে পর্যটকদের জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা।
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের করোনা কালীন স্বান্থ্যবিধি নিশ্চিতের প্রতিশ্রুতি দিলে পর্যটক আগমনে অনুমতি দেয় জেলা প্রশাসন। ইতোমধ্যে হোটেল-মোটেল মালিকরা স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের সেবা দানের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তে ইতিমধ্যে কুয়াকাটায় আগমণ ঘটতে শুরু করেছে পর্যটকদের।
প্রানঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেখা দিলে ১৮ মার্চ কুয়াকাটায় পর্যটক আগমন বন্ধ ঘোষনা করে প্রজ্ঞাপন জারি করে জেলা প্রশাসন। এতে কর্মহীন হয়ে মানবেতর জীবন পার করেন হোটেল মোটেলের কর্মচারীরা। এক’শ দিনের টানা লকডাউনে বড় লোকসানের মুখে পড়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। চাকরিচ্যুত হয়েছে অনেক কর্মচারী।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোশিয়েশন সাধারন সম্পাদক মোতালেব শরীফ বলেন, আগত পর্যটকদের করোনা ভাইরাস মুক্ত রাখতে সকল স্বাস্থ্য সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক বলেন, প্রতিশ্রুতি মোতাবেক ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪২:১৬ ● ২৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ