সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) থেকে॥
বিতর্ক, বক্তৃতা, কবিতা আবৃত্তি, গল্প লেখা, রচনা, খেলাধুলা প্রতিযোগিতায় সবসময় বিজয়ী হলে স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এমনই এক দৃষ্টান্ত আদিব রহমানের। সে পটুয়াখালীর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র। সর্বপ্রথম তৃতীয় শ্রেণিতে পড়াকালীন বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে সবাইকে তাকলাগিয়ে দেয় সে। সেই থেকেই বাবার স্বপ্ন- ছেলে একদিন লক্ষ লক্ষ জনতার সামনে গলা উঁচিয়ে বক্তৃতা দেবে। তাই তখন থেকেই নিজেকে যোগ্য করে তোলার জন্য বিভিন্ন প্রতিযোগিতায় আদিবের নাম লেখানো শুরু। মাধ্যমিকে পা দিয়েই নিজেকে জড়িয়ে ফেলেন বিতর্ক, বক্তৃতা, কবিতা আবৃত্তি, গল্প লেখা, রচনা ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতায়।
তারপর আর পিছে না ফিওে শুরু হয়ে যায় নিজেকে অসাধারণ প্রমাণ করার প্রয়াস। উপজেলা, জেলা, বিভাগ এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পেয়েছে অনেক সার্টিফিকেট, বই, মেডেল ও ক্রেস্টসহ নানা পুরস্কার। তার সাথে পেয়েছে অগণিত মানুষের ভালোবাসা। পারিপার্শ্বিকতা যেমন অনন্য, তেমনি লেখাপড়ায় অসাধারণ। পিইসি এবং জেএসসি পরীক্ষায় মেধা তালিকায় স্থানসহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এখন নিজেকে একজন বড় মাপের চিকিৎসক বানানোর পাশাপাশি চিকিৎসাবিদ্যায় নোবেল প্রাইজ পাওয়ার মতো বড় স্বপ্ন দেখে আদিব রহমান। শিক্ষার্থী আদিব রহমান বলে, ‘যেকোনো বিষয়ের উপর কঠিন মনোযোগ ও দৃঢ় অধ্যাবসায় সবকিছু জয় করা সম্ভব। আমার এই অর্জনের জন্য বাবা ও মায়ের কাছে আমি চিরঋণী। এছাড়া শিক্ষকম-লী ও বড় ভাইয়ের সাহায্য আমাকে সামনে এগিয়ে নিতে আরও সাহায্য করবে। ভবিষ্যতে একজন চিকিৎসক হিসেবে নিজেকে দেশ ও দশের সেবায় নিয়োজিত করতে সবার দোয়া কামনা করছি।’ আদিব রহমান গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম ও গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রাফিয়া আক্তারের দ্বিতীয় ছেলে। তার বড়ভাই এ.এম.এন. আকিব গলাচিপা সরকারি কলেজের ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থী। আদিবের কিছু উল্লেখযোগ্য অর্জন ২০২০ সাল, ডাচ বাংলা ব্যাংক ফিজিক্স অলিম্পিয়াডে বরিশাল বিভাগে তৃতীয় স্থান অর্জন এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সায়েন্স অলিম্পিয়াডে বরিশাল বিভাগে নবম স্থান এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ। সায়েন্স অলিম্পিয়াড ‘কুইজ’ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ। স্বপ্ন পূরণের অঙ্গীকার সংগঠন থেকে আজীবন সম্মাননার জন্য মনোনীত। ২০১৯ সাল, ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর বাছাই পর্বে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ২০ এর অন্যতম। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত ইংরেজি রচনা প্রতিযোগিতা, ‘ট্যুরিজমঅ্যান্ড জবস এ বেটার ফিউচার ফর অল’ বিষয়ে পটুয়াখালী জেলায় প্রথম স্থান অর্জন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োাজিত রচনা প্রতিযোগিতায় গলাচিপা উপজেলায় তৃতীয় স্থান অর্জন। বিজয় ফুল প্রতিযোগিতায় সরচিত কবিতা বিষয়ে গলাচিপা উপজেলায় প্রথম স্থান। জাতীয় শিক্ষাসপ্তাহে গলাচিপা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ বিতার্কিক ও শ্রেষ্ঠ স্কাউটের স্বীকৃতি পেয়েছে সে। ২০১৯ ও ২০২০ সালে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ‘ব্যাডমিন্টন’-এ প্রথম স্থান। এ ছাড়া ২০১৮ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী। ২০১৭ ও ২০১৮ সালে জাতীয় শিশু পুরস্কার ‘কুইজ’ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে সে।
এসডি/এনবি