কলাপাড়ায় পাঁচজুনিয়া যুব ও ছাত্র কল্যাণ সংসদ ভাংচুর

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় পাঁচজুনিয়া যুব ও ছাত্র কল্যাণ সংসদ ভাংচুর
রবিবার ● ২৮ জুন ২০২০


কলাপাড়ায় পাঁচজুনিয়া যুব ও ছাত্র কল্যান সংসদ ভাংচুর

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচজুনিয়া যুব ও ছাত্র কল্যান সংসদে ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ধানখালীর পাঁচজনিয়া গ্রাম সংলগ্ন সংসদে এ ঘটনা ঘটে। এসময় আহত হয় ওই সংসদের সংসদের সদস্য শান্ত (১৭) ও মিরাজ (২০)। এছাড়া এসময় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
পাঁচজুনিয়া যুব ও ছাত্র কল্যান সংসদের সভাপতি মেহেদি হাসান জানান, শনিবার শেষ বিকালে শান্ত ও মিরাজ সংসদে বসে কেরামবোড খেলছিল। এসময় পার্শ্ববর্তী চম্পাপুর ইউনিয়নের তানিম মোল্লা, আলমগীর মোল্লা, তন্ময় তালুকদার, কাওসার, রিয়াদ, লিমন ও নিপু তালুকদার দেশীয় অস্ত্র নিয়ে সংসদের উপর হামলা করে। এসময় সংসদে সাটানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি এবং বেশ কিছু চেয়ার টেবিল ভাংচুর করা হয়। এছাড়া আহত করা হয় শান্ত ও মিরাজকে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিুজর রহমান জানান, খবর পেয়ে ঘনটাস্থলে পুলিশ পাঠানো হয়ছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১১:৫৮:৩৭ ● ৩৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ