দশমিনায় করোনায় মৃতের সৎকার বিষয়ক অরিয়েন্টিশন

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় করোনায় মৃতের সৎকার বিষয়ক অরিয়েন্টিশন
রবিবার ● ২৮ জুন ২০২০


দশমিনায় করোনায় মৃতের সৎকার বিষয়ক অরিয়েন্টিশন

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে রবিবার (২৮ জুন) বেলা ১১টায় করোনা রোগে মৃত ব্যক্তিদের মৃতদেহ নিরাপদ ভাবে সৎকার ও দাফন ব্যবস্থাপনা বিষয়ক অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সেচ্ছাসেবী সংগঠন প্রতিনিধি এম. এম জাহাঙ্গীর হোসেন’র সঞ্চালনায় সৎকার ও দাফনে সেচ্ছাসেবী, পুরোহিত ও ইমামসহ ১০জন অংশ নেয়। অরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ অনিক মিত্র, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, অন্বেষা সমাজসেবা সংঘের নির্বাহী পরিচালক মোঃ মজিবুর রহমান টিটু, উপজেলাএনজিও সমন্বয়ক এম. রায়হান বাদল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জিনিয়াস কম্পিউটার একাডেমির পরিচালক নিপুন চন্দ্র, রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক সঞ্জয় ব্যানার্জী, এনএসএস প্রতিনিধি আশুতোষ চন্দ্র, জহিরুল ইসলাম প্রমূখ। অরিয়েন্টেশনে অংশ গ্রহনার্থীদের করোনা রোগে মৃত ব্যক্তিদের মৃতদেহ নিরাপদ ভাবে সৎকার ও দাফন বিষয়ে ধারনা দেয়া হয়।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:১১:১৬ ● ২৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ