পটুয়াখালী হাসপাতালে অক্সিমিটার ও স্প্যারোমিটার হস্তান্তর

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালী হাসপাতালে অক্সিমিটার ও স্প্যারোমিটার হস্তান্তর
শনিবার ● ২৭ জুন ২০২০


পটুয়াখালী হাসপাতালে অক্সিমিটার ও স্প্যারোমিটার হস্তান্তর

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

করোনা ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যাবহারের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে ২০টি অক্সিমিটার ও ১০টি স্প্যারো মিটার হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ নিজ অর্থায়নে এসব চিকিৎসা সরঞ্জাম হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মতিনের হাতে তুলে দেন। এসময় প্রয়োজনে আরো চিকিৎসা সরঞ্জাম প্রদানের আস্বাস দেন মেয়র।
হাসপাতালের তত্ববধায়ক ডা. আব্দুল মতিন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট সম্পর্কীত সমস্যা নির্নয়ে এই যন্ত্রগুলো খুবই গুরুত্বপূর্ন ভূমিকা বহন করবে। সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, এই সংঙ্কট মোকাবেলায় সমাজের বিত্তশালীদের সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আহবান জানান।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৪:২৮:২১ ● ৩২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ