ঢাকা থেকে পালিয়ে আসা দুই শিশুসহ চারজনকে কুয়াকাটায় উদ্ধার

প্রথম পাতা » কুয়াকাটা » ঢাকা থেকে পালিয়ে আসা দুই শিশুসহ চারজনকে কুয়াকাটায় উদ্ধার
শুক্রবার ● ২৬ জুন ২০২০


ঢাকার কামরাঙ্গীর চর থেকে পালিয়ে আসা দুই শিশুসহ চারজনকে কুয়াকাটা থেকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর।

কুয়াকাটা সাগরকন্যা অফিস ॥
ঢাকার কেরানীগঞ্জ কামরাঙ্গীর চর লকডাউন এলাকা থেকে পালিয়ে লঞ্চে বরিশাল নেমে কুয়াকাটায় আসা ১৩ বছরের শিশুকন্যা সুমাইয়া ও তার প্রতিবেশী ছেলেবন্ধু তাসিনকে কুয়াকাটা থেকে পুলিশ বৃহস্পতিবার রাতে উদ্ধার করে শুক্রবার বিকেলে তাদের স্বজনদের হাতে তুলে দিয়েছে। মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান সাগরকন্যাকে জানান, ২২ জুন এরা দু’জনে কামরাঙ্গিরচরের বাসা থেকে পালিয়ে বরিশালগামী লঞ্চে ওঠে। সেখানে তাদের সঙ্গে রাতে পরিচয় ঘটে শরীয়তপুরের দুই কিশোর ইয়াসিন ও ইব্রাহিমের সঙ্গে। এরা চারজনে এ্যাডভেঞ্চার লঞ্চে বরিশালে পৌঁছে বাসে পটুয়াখালী আসে। ২৪ জুন, বুধবার চারজনে একই সঙ্গে বিভিন্ন বাহনে কুয়াকাটায় পৌঁছে। দিনভর ঘোরাফেরার পরে হোটেল হানিমুনে রাত যাপন করে। আবার ভোরে সাগরপাড়ে ওয়াটার বাইকে ঘুরতে থাকে। এক পর্যায়ে টাকা শেষ হয়ে যায়। মোবাইল বিক্রি করতে যায় সুমাইয়া ও তাসিন। সুমাইয়া জানায়, সে নানীর কাছে থাকত। মা-বাবা আলাদা হয়ে ফের বিয়ে করে যে যার মতো সংসার করছে। আর তাসিন তার পড়শি। পুলিশ খবর পেয়ে চারজনকে উদ্ধার করে এদের অভিভাবকদের খবর দিয়ে তাঁদের হাতে তুলে দিয়েছে।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ২০:১৮:১০ ● ৪৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ