করোনা মোকাবেলা কাউখালীতে ২০ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » করোনা মোকাবেলা কাউখালীতে ২০ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
শুক্রবার ● ২৬ জুন ২০২০


---

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীতে ২টি পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ জনের নিকট থেকে ১০হাজার ৮ শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা.খালেদা খাতুন রেখা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক এর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। শুক্রবার দুপুরে কাউখালী দক্ষিণ ও উত্তর বাজার এলাকায় মাস্ক না পরা ও সামাজিক দূরত্ব না মানায় এই জরিমানা আদায় করা হয়।
সংক্রামণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা.খালেদা খাতুন রেখা ৯জনকে ৬হাজার ৮০০টাকা জরিমানা করেন।
অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ধারার ১১জনকে ৪ হাজার টাকা জরিমানা করে।
একই সাথে সরকারি নির্দেশ বাস্তবায়নে ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারীও দেওয়া হয়েছে। পরে করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসাবে কাউখালী প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের বিনামূল্যে মাস্ক ও স্টিকার বিতরণ করা হয়।

আরএইচআর/এনবি

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৫৭ ● ৩৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ