পটুয়াখালীতে নকল হ্যান্ডস্যানিটাইজার জব্দঃ জরিমানা আদায়

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে নকল হ্যান্ডস্যানিটাইজার জব্দঃ জরিমানা আদায়
বুধবার ● ২৪ জুন ২০২০


---

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥
র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নকল হ্যান্ডস্যানিটাইজার জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, বুধবার সন্ধ্যায় পটুয়াখালী শহরের নিউমার্কেট এলাকায় বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালিয়ে নকল হ্যান্ডস্যানিটাইজার ও ভেজাল মেডিসিন জব্দ করে এসব প্রতিষ্ঠানের চার মালিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। র‌্যাব আরও জানায়, রিতা মেডিকেল হলের মালিক মিহির কুমার রক্ষিত (৪০), সাঈদ ফার্মেসির মালিক মোঃ তৌহিদ (২৫), সফিন মেডিকেলের মালিক জগদীস চন্দ্র শীল (৫০) এর কাছ থেকে ইনভয়েস ব্যাতীত ও অনুমোদন বিহীন ঔষধ এবং বিপুল পরিমাণ নকল হ্যান্ডস্যানিটাইজার রাখার অপরাধে ড্রাগ এ্যাক্ট ১৯৪০এর ১৮/২৭ ধারা মোতাবেক জব্দ করা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে পরবর্তিতে জব্দকৃত আলামত সমূহ ধংস করে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক পটুয়াখালী সদরের কালিকাপুরের মোঃ মাসুম (৪০)কে ১ শ’ টাকাসহ সর্বমোট ৫০ হাজার ১ শ’ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব (সহকারী কমিশনার), নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান (সহকারী কমিশনার), র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম এবং পটুয়াখালী ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক মোঃ মুহিদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:৪১ ● ৪৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ