পিরোজপুরে কৃষি কর্মকর্তা নিয়োগ প্রত্যাশীদের মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে কৃষি কর্মকর্তা নিয়োগ প্রত্যাশীদের মানববন্ধন
বুধবার ● ২৪ জুন ২০২০


পিরোজপুরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রত্যাশীদের মানববন্ধন

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্যানেলের মাধ্যমে দেওয়ার দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে চাকরি প্রত্যাশীরা। বুধবার (২৪জুন) সকাল ১১টায় শহরের টাউন ক্লাব রোডে এ মানববন্ধন করেছে চাকরী প্রত্যাশীরা।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, ২০১৮ সালে উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে ১৬৫০ জনকে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরপর ২০১৯ সালের ২ আগস্ট প্রিলিমিনারি এবং ওই বছরের সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ওই ওই বছরের ১৮ ডিসেম্বর থেকে এ বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত ভাইবা পরীক্ষা শেষে ১৭ জানুয়ারি চুড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
তবে এ নিয়োগ পরীক্ষায় জেলা কোটা মানা হয়নি এমন দাবিতে নিয়োগ বাতিলের দাবিতে হাইকোর্টে এ বছরের ১৬ জানুয়ারি রিট পিটিশন দাখিল করে। হাইকোর্ট এ রিটের পরিপ্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি কিছু রুল জারি করে এ নিয়োগ কার্যক্রম স্থগিত করেন। তবে রুলের কোন জবাব না দিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সুপ্রিম কোর্ট তাদের আপিল খারিজ করে দেয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন ওই পরীক্ষায় অংশগ্রহনকারীরা।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৫:২৮:০৬ ● ৩১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ