চরফ্যাশনে করোনা আক্রান্তে মৃত পুলিশ সদস্যের লাশ দাফন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে করোনা আক্রান্তে মৃত পুলিশ সদস্যের লাশ দাফন
বুধবার ● ২৪ জুন ২০২০


চরফ্যাশনে করোনা আক্রান্তে মৃত পুলিশ সদস্যের লাশ দাফন

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু পুলিশ কনষ্টেবল রফিকুল ইসলামের লাশ চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মঙ্গলবার সন্ধ্যার পর তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম (৫৬) চরফ্যাশনের দুলারহাট নুরাবাদের কৃতিসন্তান ঢাকার নারায়নগঞ্জ বন্দর থানার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। নমুনা পরীক্ষার পর তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। ডাক্তারী পরমর্শে চিকিৎসাধীন থাকার পর ২২ জুন তিনি ঢাকায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি স্ত্রী, দু‘ছেলে ও এক মেয়েসহ বহু আত্মিয় স্বজন রেখে যান। তিনি ১৯৮৬সালে পুলিশ কনষ্টেবল হিসাবে যোগদান করেন। ৩৪বছর যাবৎ চাকুরী করেন।
মঙ্গলবার সন্ধ্যার পর দুলারহাট থানার অফিসার ইনচার্জ ওসি ইকবাল হোসেনসহ স্থানীয়দের উপস্থিতে জানাযান শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১০:২৮:৪৭ ● ৩৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ