তালতলীতে ডাকাতি, মা-মেয়েকে পিটিয়ে আহত

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে ডাকাতি, মা-মেয়েকে পিটিয়ে আহত
সোমবার ● ২২ জুন ২০২০


তালতলীতে ডাকাতি, মা-মেয়েকে পিটিয়ে আহত

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার তালতলী উপজেলার চামোপাড়া গ্রামের সৌদী প্রবাসি ফারুক হাওলাদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল প্রবাসীর স্ত্রী ও মেয়েকে রামদা দিয়ে পিটিয়ে আহত করেছে। ঘটনা ঘটেছে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামোপাড়া গ্রামে রবিবার গভীর রাতে।

জানাগেছে, উপজেলার চামোপাড়া গ্রামের সৌদি প্রবাসি ফারুক হাওলাদারের ঘরে ৫-৬ জনের একটি ডাকাত দল ঘরের সিঁদ কেটে ভিতরে প্রবেশ করে। পরে ঘরের থাকা প্রবাসীর স্ত্রী পারভীন বেগমের মুখ চেপে ধরে আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকার করায় মা ও কন্যাকে রামদা দিয়ে পিটিয়ে জখম করে। আলমারি খুলে নগদ ৯০ হাজার টাকা ও ৪ ভরি স¦র্ণালংকারসহ আসবাবপত্র নিয়ে গেছে। পরে তাদের ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে ডাকাতদল পালিয়ে যায়।

প্রবাসীর স্ত্রী পারভীন বেগম বলেন, ৫-৬ জনের ডাকাতদল সিঁট কেটে ঘরে প্রবেশ করে আমাকে ও আমার মেয়েকে মারধর করে নগদ ৯০ হাজার টাকা ও ৪ ভড়ি স্বর্ণাংলকার নিয়ে গেছে।

নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ দুলাল ফরাজী বলেন, ডাকাতির খবর শুনে পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৪:১৯ ● ৩৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ