সাগরকন্যা সম্পাদক হিসেবে যোগ দিলেন জাহিদ রিপন

প্রথম পাতা » গণমাধ্যম » সাগরকন্যা সম্পাদক হিসেবে যোগ দিলেন জাহিদ রিপন
শনিবার ● ২০ জুন ২০২০


সাগরকন্যা সম্পাদক জাহিদ রিপন।

সাগরকন্যা ডেস্ক॥
পাঠকপ্রিয় নিউজ পোর্টাল সাগরকন্যা ডটকম’র সম্পাদক হিসেবে যোগ দিলেন ইউনিসেফের মীনা অ্যাওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক জাহিদ রিপন। প্রকাশক হিসেবে এসেছেন কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার ফরাজী। একই সাথে উপদেষ্টা সম্পাদক থেকে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন প্রবীণ ও প্রথিতযশা সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু এবং সহযোগী সম্পাদক থেকে উপদেষ্টা হয়েছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার মুহিববুল্লাহ মুহিব। এছাড়া দায়িত্ব পরিবর্তন করে নির্বাহী সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক মজিবর রহমান ও বার্তা সম্পাদকের দায়িত্বে রয়েছেন এখন থেকে কাজী সাঈদ। সাগরকন্যা ডটকম নিউজ পোর্টালের অন্যান্য পদসমূহ আগের মতই রয়েছে।
নাসির উদ্দিন বিপ্লব সম্পাদিত কলাপাড়া-কুয়াকাটার প্রথম অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যা ডটকম’র সম্পাদক ও প্রকাশকের পদ থেকে তার ব্যক্তিগত ব্যস্ততার কারণে ইতিপূর্বে তিনি অব্যাহতি নেন। এরপর আজ ২০ জুন ২০২০ সকালে জাহিদ রিপন আনুষ্ঠানিকভাবে যোগ দিলে পোর্টাল পরিচালনায় বিদায়ী সম্পাদকের উপস্থিতিতে উল্লেখিত পরিবর্তন আনা হয়। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা ও এটিএন নিউজের পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত জাহিদ রিপনকে বিদায়ী সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব ও সাগরকন্যা পরিবারের সদস্যরা স্বাগত জানিয়েছেন। নতুন দায়িত্ব গ্রহণের পর সাগরকন্যা ডটকম’র সম্পাদক জাহিদ রিপন নিউজ পোর্টালটির বিভিন্ন জেলা-উপজেলা ও ইউনিভার্সিটি প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। এসময় আগের মতো সকলের সহযোগীতা অব্যাহত রাখারও অনুরোধ জানান তিনি। একই সাথে খবর প্রকাশে বরাবরের মতো দায়িত্বশীলতার সাথে বস্তুনিষ্ঠতা এবং যথার্থতা নিশ্চিত করে সাগরকন্যা’র সুনাম অক্ষুণ্ন রাখায় সচেষ্ট থাকবেন বলেও অভিমত ব্যক্ত করেছেন নবনিযুক্ত সম্পাদক।

এমআর/এনবি

বাংলাদেশ সময়: ১৬:২৮:২১ ● ৯১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ